সংবাদ ডেস্ক :: সিলেট সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি। সোমবার সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে এমসি কলেজের উপাধ্যক্ষ পদে রয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে ১৯৮২ সালে স্নাতক, স্নাতকোত্তর শেষ করে ১৯৮৪ সালে গাজীপুরের কাজী আজিমুদ্দিন কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে এমসি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের ২৭ বছরে তিনি কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের নভেম্বর মাসে এমসি কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পান তিনি। ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন সুনামগঞ্জ জেলায়। অধ্যাপক আকঞ্জি সিলেট সরকারি মহিলা কলেজের আগের অধ্যক্ষ ড. মোহাম্মদ নুরুল ইসলাম এর স্থলাভিষিক্ত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here