গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের মাতার মৃত্যুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার(১৮ডিসেম্বর) বাদ আসর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় মুসল্লিহসহ সাংবাদিকবৃন্দ। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ঈমাম মাওলানা আব্দুল মতিন। দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়। উল্লেখ্য, ইউএনও মোহাম্ম শরীফুল ইসলামের মাতা রোববার(১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় ঢাকাসস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর ফরিদপুর জেলার ভাঙা উপজেলার নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ, সিনিয়র সহসভাপতি এনামুল হক এনাম, সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুহেল, কোষাধ্যক্ষ রতন মনী চন্দ, দফতর সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক জালাল আহমদ চৌধুরী, নিবাহী সদস্য অজামিল চন্দ্র নাথ, জাহেদুর রহমান জাহেদ, দিনেশ দেব নাথ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।