স্পোর্টস ডেস্ক :: ‘এল ক্লাসিকো’কে ঘিরে উত্তেজনা শুরু হয়ে গেছে এখনই। বরাবরের মতো বিল্ড আপের উত্তেজনা। শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা রোমাঞ্চ। সেই ম্যাচের আগে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিজেদের উজ্জীবিত করে রেখেছে রিয়াল। রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারিয়ে বার্সেলোনাও নিজেদের কিছুটা চাঙা করে রাখলো। ন্যু ক্যাম্পে এদিন বার্সার বড় জয়ে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ ও পাওলিনহো।

চার গোলে জিতেছে বার্সা। তারপরও ভাগ্য যেন এদিন পুরোপুরি সহায় ছিল না বার্সার। থাকলে ব্যবধান আরো বড় হতে পারত। এমন জয়ের পরও ম্যাচ শেষে যে গোল মিসের হাহাকার সঙ্গী ছিল ভালভার্দের দলের। দেপোর্তিভো গোলরক্ষক রুবেনের বীরত্বকেও অবশ্য বড় করে দেখতে হয়। দারুণ কিছু সেভ করেছেন তিনি। এদিন পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি।

ম্যাচের ২৯ মিনিটে সুয়ারেজ লিড এনে দেন বার্সাকে। ৪১ মিনিটে পাওলিনহো ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধেও একটি করে গোল করেন এই দুইজন। সুয়ারেজের পায়ে ৪৭ মিনিটে ৩-০ হওয়ার পর ৭৪ মিনিটে পাওলিনহো ৪-০ করেন।

 

এই জয়ে ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে যথারীতি লিগের টেবিলের শীর্ষে বার্সেলোনা। এখন পর্যন্ত অপরাজিত বার্সার ১৩টি জয়ের সাথে ৩টি ড্র। দ্বিতীয় স্থানে থাকে আতলেটিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান ১১। এদিকে ১৬ ম্যাচে দেপোর্তিভো লা করুনার পয়েন্ট মাত্র ১৫। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ২০ দলের মধ্যে ১৭তম।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here