সংবাদ ডেস্ক :: বিনম্র শ্রদ্ধায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি। সারা দেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। হাতে লাল সবুজের পতাকা আর রঙ-বেরঙের ফুল, হৃদয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে লাখো মানুষ ছুটে যায় স্মৃতিসৌধ-শহীদ মিনারে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তাানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশের। এবার শ্রদ্ধা নিবেদন রাত ১২টা ১ মিনিটের পরিবর্তে সকাল ৬ট ৩১ মিনিট থেকে শুরু হয়।
এ উপলক্ষে ভোর সাড়ে ৬টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসে কর্মসূচির সূচনা হয়। সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সিলেট জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদি দল জেলা ও মহানগর শাখা, সাংবাদিকদের সকল সংগঠন, সরকারী প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সকল সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বানিজ্যিক সংগঠনগুলোসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট আওয়ামীলীগ, সিলেট বিএনপি, সিলেট জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেছে। সকালে প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সংগঠন থেকে র‌্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পল করেছেন। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজসহ বিভিন্ন কর্মসুচি উদযাপিত হয়।
বিজয়ের ৪৬তম বার্ষিকী উপলক্ষে সকাল থেকে নারী, পুরুষ, শিশু, যুবকসহ সর্বস্তরর মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। জাতির বীরদের স্মরণ করতে ছুটে আসেন বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ। একে একে তারা শ্রদ্ধা জানান। এসময় হাতে হাতে জাতীয় পতাকা, পরনে জাতীয় পতাকা খচিত টিশার্ট-পাঞ্জাবী, লাল সবুজের আকা ব্যানার-ফেস্টুন শোভা পায়। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here