সংবাদ ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা জয় বাংলাকে ধারণ করে না, তারা স্বাধীনতাকে ধারণ করে না। এরা স্বাধীনতাবিরোধী। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপির নেতৃত্বে জয় বাংলাবিরোধী সাম্প্রদায়িক শক্তি। তবে আমরা আত্মবিশ্বাসী যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আবারও নির্বাচনে বিজয়ী হবে। বিজয়ের পতাকা উড্ডীন হবে সমগ্র বাংলাদেশে। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
.
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বাঁচাতে হবে। শেখ হাসিনার আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আজকে জয়বাংলা শ্লোগান দিয়ে আমরা ঐক্যবদ্ধ হবো। আবার ঐক্যবদ্ধ হবো। সকল অপশক্তিকে পরাজিত করবো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, সারা দেশে সরকারের পক্ষে গণজাগরণ ও গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি আওয়ামী লীগ নেতাকর্মীসহ সকলকে অগ্নি সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাসকে মোকাবেলা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়া্মী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here