ফাইল ছবি

 

সংবাদ রিপোর্ট : দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানী ফের শুরু হয়েছে। সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের প্রচেষ্টায় শুক্রবার তামাবিল স্থলবন্দর দিয়ে এলসি স্টেশন দিয়ে ৯০ ট্রাক কয়লা বাংলাদেশে প্রবেশ করে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি জনাব মোঃ এমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

এ সময় ইমরান আহমদ এমপি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে কয়লা আমদানী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
জানা গেছে, দীর্ঘদিন তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানী বন্ধ থাকায় দেশের ইট প্রস্তুতের মৌসুমে জ্বালানি সংকট দেখা দেয়। ভারতীয় কয়লা আমদানী বন্ধ থাকায় গত মৌসুমের মজুদ কয়লার দর বাড়ে। এমনিতেই আমদানী বন্ধ তার উপর দাম চড়া হওয়ায় ইটভাটাগুলোতে জ্বালানী সংকট চরম আকার ধারণ করেছিল। এর মধ্যে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানী শুরুর সংবাদে ইট ভাটার মালিকদের মাঝে স্বস্তি ফিরেছে।

দীর্ঘদিন কয়লা আমদানী বন্ধ থাকায় দেশের ইটভাটাগুলোতে জ্বালানী সংকট চরম আকার ধারণ করেছিল। ফের আমদানী চালু হওয়ায় সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here