সংবাদ রিপোর্ট : তিন দিনের বৃষ্টিপাত আর দুইদিনের কুয়াশায় কোথাও কোথাও শীতের সবজি ক্ষেত কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তেমনি ক্ষতিগ্রস্থ একটি মুলা ক্ষেত। ছবিটি শহরতলীর কামালবাজার এলাকা থেকো তোলা। তবে কৃষি বিভাগের মতে এসব ক্ষেত খুব একটা ক্ষতিগ্রস্থ হবে না। আজ কালকের মধ্যেই সেগুলো পূর্ণ সতেজ হয়ে উঠবে।