সংবাদ ডেস্ক :: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ধোঁয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতার প্রস্তুতি। এক দিন পরেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তে অর্জিত বিজয়কে বরণ করবে সমগ্র জাতি।
স্মৃতিসৌধের মিনারগুলোতে ঘষে মেজে পরিচ্ছন্ন করা হয়েছে। শেষ মুহূর্তে সৌধের পাদদেশসহ পায়ে চলার রাস্তাও রং-তুলির আঁচরে সাজানো হয়েছে। লাল-সবুজের সমারোহে নতুন সাজে সেজেছে ফুলের বাগানগুলো।
গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনন্ত জাতীয় স্মৃতিসৌধের প্রধান কর্মকর্তা উপ-সহকারী প্রকৗশলী জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সৌধ প্রাঙ্গণের সব আনুষ্ঠানিকতার কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে অপেক্ষার প্রহর গুনছে দেশবাসী।
এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমিনবাজার থেকে সৌধ পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here