সংবাদ ডেস্ক :: বিরাট-আনুশকার বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হলো। সোমবার ইতালির তাস্কানিতে হিন্দু মতে বিয়ে হলো বিরাট কোহেলি আর আনুশকা শর্মার। তাদের এই হাই প্রোফাইল বিয়েতে বলিউড বা ক্রিকেট দুনিয়ার কোনো তারকা উপস্থিত ছিলো না। পরিবারের লোকজনরাই কেবল ছিলেন। তবে বিরাট ও আনুশকার পরিকল্পনা ছিলো অনেক আগে থেকেই। আগামী ২১শে ডিসেম্বর নয়াদিল্লি এবং ২৬শে ডিসেম্বর মুম্বইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিরাট-আনুশকা।

সেখানে আসবেন দুই দুনিয়ার অনেক নক্ষত্র। এদিকে এই বিয়েতে বলিউডের তারকারা উপস্থিত না থাকলেও বিরাট ও আনুশকাকে শুভেচ্ছা জানাতে ভুলেননি কেউ। বলতে গেলে গোটা বলিউডবাসীর শুভেচ্ছায় ভেসেছেন তারা। বিগ বি অমিতাভ বচ্চন টুইটারে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, বিরাট ও আনুশকা। তোমাদের দুজনের সবচাইতে মূল্যবান এই বিয়ের দিনটিতে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। তোমরা একসঙ্গে আজীবন সুখে থাকো। ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বলিউডে অভিষেক হয় আনুশকার। সেই শাহরুখ টুইটারে লিখেন, এবার হয়েছে সত্যিকারের ‘রব নে বানা দি জোড়ি’। রিরাট-আনুশকা তোমাদের দুজনের জন্য রইলো অনেক শুভেচ্ছা। শ্রদ্ধা কাপুর টুইটারে লিখেন, অভিনন্দন বিরাট-আনুশকা। আনলিমিটেড শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য। সব সময় ভালো থাকো তোমরা। ফারহান আক্তার লিখেন, বিরাট-আনুশকা মন থেকে তোমাদের অনেক শুভেচ্ছা। সারাজীবন একসঙ্গে ভালো থাকো তোমরা। এদিকে বিয়ের পর এবার বিরাট-আনুশকা হানিমুনে কোথায় যাচ্ছেন এ নিয়ে চলছে জল্পনা। জানা গেছে, দক্ষিণ আফ্রিকাতে হতে পারে তাদের হানিমুন। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে না থাকলেও আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের নেতৃত্বে ফিরছেন বিরাট। তা হলে মধুচন্দ্রিমার কী হবে! তা নিয়ে গুঞ্জনও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আবার ইতালিতেও হানিমুনের কয়েকটা দিন কাটাতে পারেন তারা।