সংবাদ ডেস্ক :: হবিগঞ্জ জেলার কোতয়ালী থানায় রোববার সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯( র্যাব) এর সদস্যরা গোপন বৈঠকে অভিযান চালিয়ে জামাতুল মুজাহিদীন বাংলাদেশ’র ( জিএমবি)পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ জিহাদী বইসহ বিপুল পরিমান সরকার বিরোধী লিফলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত জিএমবির সদস্যরা হচ্ছে-হবিগঞ্জ সদর থানার ৫ নং গোপায়া বড় বহুলা এলাকার নারায়নপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে হাজী মো. আব্দুল কুদ্দুস(৫২), একই গ্রামের মৃত সোনা উল্লাহর ছেলে আবুল কালাম (৫০), আনন্দপুর গ্রামের আতর আলীর ছেলে আব্দুন নূর (৩৮), একই গ্রামের মৃত আদম আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৪০), ফকিরাবাদ এলাকার রায়ধর গ্রামের আকিল আলীর ছেলে মো. রুহুল আমিন(২৬)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, হবিগঞ্জের সদর থানাধীন নারায়নপুর তেমনিয়া(দিঘল বাগ) বাজারে আল হেরা টেইলার্স বোরকা এন্ড পাঞ্জাবী হাউজ নামক দোকানে জিএমবির গোপন বৈঠক ও তাদের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে এমন গোপন তথ্যে পান। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল সেই দোকানে সামনে উপস্থিত হলে জিএমবির সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেলে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় র্যাবের সদস্যরা পলায়নকালে পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসন্ন বিজয় দিবসসহ বিভিন্ন উপলক্ষে তারা নাশকতার পরিকল্পনা করছিল সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনা করার পায়তারা করছিন। আসামীদের হবিগঞ্জ সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকতা।