সংবাদ ডেস্ক :: ফেঞ্চুগঞ্জের ১৩২/ ২৩০ কেবিএ বিদ্যুতের গ্রিডলাইনের ৩০০ এমবিএ ট্রান্সফরমারে ভয়াবহ আগুন লেগেছে। সকাল ১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় ফেঞ্চুগঞ্জ সহ বিভিন্ন উপজেলায়।

আগুনের শিখা ও ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে জনমনে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো ধোঁয়া দেখা যাচ্ছিল। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। গ্রিড স্টেশনের ম্যানেজার নিক্সন দাস সংবাদ মাধ্যমকে জানান, অভ্যন্তরীণ গোলযোগে ট্রান্সফরমারে আগুন লাগতে পারে। বিস্তারিত পরে জানা যাবে বলে তিনি জানান।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here