সংবাদ ডেস্ক :: প্রাথমিক অনুমান, পাইপ বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক অনুমান, পাইপ বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটে।

নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। সোমবার সকালে এই বিস্ফোরণটি হয়। বাস টার্মিনালটি টাইমস স্কোয়ারের কাছে অবস্থিত। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই এলাকাটি ফাঁকা করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ। কী থেকে এই বিস্ফোরণ তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিউ ইয়র্ক সিটি পুলিশের প্রাথমিক অনুমান, পাইপ বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এখনও পর্যন্ত একজন ব্যক্তির আহতের খবর পাওয়া গিয়েছে।

পোর্ট অথরিটির এই বাস টার্মিনালটি আমেরিকার মধ্যে সবচেয়ে বড়। প্রতিদিনই হাজার হাজার লোকের আনাগোনা থাকে এই বাস টার্মিনালে।

ঘটনার পরই ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। নিউ ইয়র্ক সিটি পুলিশ ঘটনার পরই টুইট করে।

পুলিশের ওই টুইট বার্তায় বলা হয়েছে, ‘টাইমস স্কোয়ার চত্বরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই জায়গাটি এড়িয়ে চলুন।’

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here