সংবাদ ডেস্ক :: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে গতকাল থেকে রাজধানীসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। অগ্রহায়ণে এমন বৃষ্টিতে শুধু শমসের আলী নন, তার মতো নিম্নআয়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিপাকে পড়েছেন।

সরজমিনে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টসহ বিভিন্ন পাড়া-মহল্লার মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। তবে জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে নিম্নআয়ের মানুষগুলো কাকভেজা হয়েছেন। চাকরি বা ব্যবসার কাজে ছাতা মাথায় বের হয়েছেন অনেকেই। বিভিন্ন রাস্তার মোড়ে স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন রিকশার খোঁজে।

তিনি জানান, আবহাওয়া ভালো থাকলে কাজ পাই। এ মাসের ১০ দিনের মধ্যে মাত্র ৬ দিন কাজ করছি। তার ভাষায়, ‘কাম না থাকলেও না খাইয়া তো থাকন যায় না। তাছাড়া গ্রামে বউ-পোলাপাইনের লাইগ্যাও টাকা পাডাইতে অয়।’

এদিকে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গতরাত থেকে রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানীসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামীকাল (সোমবার) নাগাদ বৃষ্টির পরিমাণ কমে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে রাজধানীতে ধীরে ধীরে শীত নামবে। এছাড়া এ মাসের শেষের দিকে সারাদেশে শৈত্যপ্রবাহ নামতে পারে। প্রথমত মৃদু শৈত্যপ্রবাহ ধীরে ধীরে তীব্র হবে, যা প্রায় সপ্তাহ খানেক অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here