মৌলভীবাজার প্রতিনিধি :: সামাজিক বনায়নের গাছ কাটার সময় বাধা দেওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে সামাজিক বনায়ন সমিতির সদস্য সুরুজ আলীকে কুপিয়ে হত্যা করেছে গাছ চোর চক্র। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, শুক্রবার কাউয়ার গলা গ্রামের সামাজিক বনায়নের একটি বাগানে ঢুকে একদল গাছ চোর গাছ কাটছিল। গাছ কাটার আওয়াজ শুনে ফরেস্ট ভিলেজার লাল মিয়ার ছেলে সামাজিক বনায়ন সমিতির সদস্য সুরুজ তাতে বাধা দেয়। এসময় গাছ চোর চক্র তাদের হাতে রাখা ধারালো দা দিয়ে সুরুজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চোর চক্র পালিয়ে গেলে গ্রামবাসীরা এসে সুরুজকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক চম্পক ধাম বলেন, তদন্ত ছাড়া বলা যাবে না আসলে সুরুজ কিভাবে খুন হয়েছেন। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
… [Trackback]
[…] Information on that Topic: dailyshongbad.com/2017/12/09/মৌলভীবাজারে-বনায়ন-সমিতির/ […]