সংবাদ ডেস্ক :: এখন থেকে বাকপ্রতিবন্ধীদের কথাও শোনা যাবে!‍ অবাক হচ্ছেন? ‘অ্যান ইন্টেলিজেন্স সিস্টেম ফর কনভারশন বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ টু স্পিচ’ নামের প্রযুক্তির গ্লাভস ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধীদের কথা শোনার প্রযুক্তি আবিষ্কার করেছেন শুভাশীষ সরকার।
.
শুভাশীষ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
যারা কথা বলতে পারে না, তারা হাতের মাধ্যমে অন্যদের কথা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু যারা কথা বলতে পারেন, তারা বাকপ্রতিবন্ধীদের মনের সব কথা বোঝে না। বাকপ্রতিবন্ধীদের মনে কথা বোঝানোর জন্যই সাইন ল্যাঙ্গুয়েজ টু স্পিচ প্রযুক্তির আবিষ্কারের কথা জানান চুয়েটের এই শিক্ষার্থী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী চলমান ডিজিটাল ওয়ার্ল্ড -২০১৭ মেলায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টলে এমন প্রযুক্তি প্রদর্শন করা হয়। এই প্রযুক্তির তত্ত্বাবধায়ক চুয়েটের অধ্যাপক ড. মো. মশিউল হক।

এ বিষয়ে শুভাশীষ সরকার জানান, গ্লাভস ব্যবহার করে বাক প্রতিবন্ধীদের ইশারায় ভাষা ইঙ্গিত করলে সফটওয়্যারের মাধ্যমে তা শব্দ আকারে বাংলা ভাষায় প্রকাশ হবে।
তিনি জানান, এই প্রযুক্তি উদ্ভাবন করতে ৮ মাস লেগেছে। উদ্ভাবনে খরচ হয়েছে মাত্র ৩০ হাজার টাকা। তবে বাণিজ্যিকভাবে এর মূল্য ৫ হাজার টাকায় পাওয়া যাবে।
শুভাশীষ আরো জানান, এখনো এই প্রযুক্তির ডিজাইন থেকে শুরু করে আরো আধুনিক করার কাজ বাকি আছে। কেউ চাইলে এটাকে আরো আধুনিক করার সুযোগ পাবে।
এই উদ্ভাবক বলেন, সোফিয়ার মতো রোবট আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক আগেই বানানো হয়েছে। কিন্তু অর্থের অভাবে আপডেট করা হয়নি। সরকার যদি এ বিষয়ে অর্থায়ন করে, তাহলে দেশের তরুণরা অনেক কিছু আবিষ্কার করে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here