গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এক চোরকে হাতেনাতে আটক করেছেন। স্থানীয় জনতার চোরকে গণধোলাই দিয়ে পরে গোলাপগঞ্জ মডেল থানায় সোপর্দ করে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিশ্বনাথ উপজেলার চান্দিকাপন এলাকার মৃত আরিফ মিয়ার পুত্র মারুফ হোসেন সুজন(৩২) হেতিমগঞ্জ মসজিদ মার্কেটের পার্শ্ববর্তী সবজি দোকানের সামন থেকে মোটর সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়। মোটর সাইকেলের মালিক নুরুল ইসলাম জানান, সবজি দোকানের সামনে মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। এ সময় ধৃত চোর তালা ভেঙে মোটর সাইকেলটি নিয়ে যাওয়ার প্রাক্কালে জনতার হাতে সে আটক হয়। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর একদল পুলিশ নিয়ে চোর সুজনকে থানায় নিয়ে আসেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here