সংবাদ ডেস্ক :: টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় ক্রিস গেইলকে। সারা পৃথিবীতে ফেরি করে বেড়ান তিনি টি-টোয়েন্টি ক্রিকেটকে। তবে বাংলাদেশে এসে যেন কেমন খেই হারিয়ে ফেলেছিলেন। দুইটি হাফসেঞ্চুরি তিনি করেছিলেন, কিন্তু তাতে ছিল না সেই জোশ। রংপুরের অধিনায়ক মাশরাফিও বলছিলেন, উইকেট বুঝতে সময় লাগছে।

অবশেষে স্বরুপে ফিরলেন ক্রিস গেইল। তান্ডব বইয়ে দিলেন শেরে বাংলার মাঠে। দর্শকদের স্থির হয়ে বসার সুযোগই দিলেন না এই হার্ডহিটার। তার সামনে অসহায় আত্মসমর্পণ করলো খুলনা টাইটান্সের বোলাররা।

মাত্র ২৩ বলে তুলে নেন তার হাফসেঞ্চুরি। এরপরও পেসার-স্পিনারদের সমানে মেরে ছয়-চারের ফুলঝুড়ি ছোটাতে থাকেন এই ক্যারিবিয় ব্যাটিং দানব। নিজের এমন দিনে সেঞ্চুরি তুলে নিতেও ভুল করেননি। ৪৫ বলে এই সেঞ্চুরি করেন তিনি।

এবারের আসরে এখন পর্যন্ত প্রায় ৩০টির উপরে ছয় মেরেছেন এই ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই ব্যাটসম্যান। বিপিএলে তার তিনটি সেঞ্চুরি ছিল আগে। আজ হয়ে গেল চার নাম্বারটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here