গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে বিভিন্ন দাবীতে গনদাবী পরিষধদের সভা আগামী শনিবার অনুষ্টিত হবে। সিলেট- জকিগঞ্জ-সুতারকান্দি সড়ক সংস্কারসহ চার লেনকরণ, গোলাপগঞ্জ- ঢাকাদক্ষিন-ভাদেশ্বর সড়ক সংস্কার, ডিভাইডার-সহ দুই লেন করা এবং গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস সরবরাহসহ স্থানীয় গ্যাস ফিল্ডের ৭টি কূপে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের চাকুরী প্রদানের লক্ষ্যে ৭দফা দাবীতে জনসভার আয়োজন করা হয়েছে। সভায় সর্বস্তরের ও সর্বদলীয় জনসাধারনকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা গনদাবী পরিষদের সভাপতি পরিবেশবাদী আং লতিফ সরকার ও সাধারন সম্পাদক আং করীম পাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here