গোলাপগঞ্জ প্রতিনিধি :: চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার ফকিরাপুল এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। পণ্টন থানার সহযোগীতায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর চন্দ্র দেব, হেলাল উদ্দিন, ও মাহবুবুর রহমান সোমবার রাতে তাদের গ্রেফতার করেন। আটককৃত আসামীরা হচ্ছে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তহিপুর গ্রামের মৃত হোসেন আহমদের পুত্র ফখরুল ইসলাম লিটন (৩৮), ও বাঘা ইউনিয়নের কান্দিগ্রাঁ গ্রামের মৃত ওয়াছির আলীর পুত্র ফাতা মিয়া (৫০)। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাদের কোর্টে চালান দেয়া হয়েছে। গ্রেফতারকৃত ফখরুল ইসলাম লিটনের বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় ১৮মাসের সাজা ও ২৮লক্ষ টাকা জরিমানা রয়েছে এবং ফাতা মিয়ার বিরুদ্ধে ৬মাসের সাজা ও ৫লক্ষ টাকা জরিমানা রয়েছে বলে জানিয়েছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানা আফিসার ইনচার্য এ কেএম ফজলুল হক শিবলী আসামীদের আটকের বিষয় নিশ্চিত করেন।