সংবাদ ডেস্ক :: ‘কোচিং বাণিজ্য একটি দুর্নীতি, আসুন আমরা এর বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শিরোনামে রোববার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন হয়েছে। সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল(অব:) জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদের পরিচালনায় এতে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।