সংবাদ ডেস্ক :; সুনামগঞ্জের ধর্মপাশা সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামে বাড়ির সীমানা সিয়ে সংঘর্ষে আবু তৌহিদ জুয়েল (৩৮) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
.
নিহত কলেজ শিক্ষক ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে এবং জেলার জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক।
শুক্রবার দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সুনামগঞ্জের পুলিশ সুপারের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, বেশ কিছু দিন ধরে উপজেলার কাকিয়ম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে কলেজ শিক্ষক জুয়েলের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
এতে কলেজশিক্ষক জুয়েলসহ ৬ জন আহতন হন। সঙ্গে সঙ্গে আহত কলেজ শিক্ষক জুয়েলসহ অন্যান্য আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকৎসক ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং কলেজশিক্ষক জুয়েল ভর্তি করা হয়। দুপুর ১২ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।