সংবাদ ডেস্ক :: হাইস্কুলের ধর্ম বিষয়ে সহকারী শিক্ষকদের মতো মাদরাসার সহকারী মৌলভীদের বেতন ভাতাসহ সকল সুযোগ দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। দেশে এই শিক্ষকদের সংখ্যা প্রায় ১০ হাজার।
২৯ নভেম্বর বুধবার দুপুরে এ বিষয়ে আদালতের জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইস্কুলের ধর্ম বিষয়ে (কামিল পাশ) সহকারী শিক্ষকরা বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা পান ৮ হাজার থেকে ১১ হাজার ১শ পঞ্চাশ টাকা। অপরদিকে মাদরাসার সহকারী মৌলভী (কামিল পাশ) পান ৬ হাজার ৪০০ থেকে ৯ হাজার ৩০৫ টাকা। একই শিক্ষা ও বোর্ডের সমমান থাকার পরেও ১৯৯৫ সাল থেকে এই বেতনের ক্ষেত্রে বৈষম্য ছিলো। বৈষম্য নিরসন চেয়ে ২০১৫ সালে রাজবাড়ীর মাওলানা রফিকুল ইসলামসহ ৭৯ জন সহকারী মৌলভী রিট আবেদন করেন। সেই রিটের শুনানি করে আদালত ওই বছরই রুল জারি করেন। সিই রুল নিষ্পত্তি করে আদালত এ আদেশ দিলেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী এবিএম নুরুল ইসলাম। সাথে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও মহিউদ্দিন মহিম।
… [Trackback]
[…] There you can find 84365 additional Information to that Topic: dailyshongbad.com/2017/11/30/সহকারী-মৌলভী-শিক্ষকদের-ভ/ […]