মৌলভীবাজার সংবাদদাতা :: আড়াই ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচুত্য বগি সরিয়ে ফেললে দুপুর ১২টা থেকে আবার ট্রেন চলাচলা শুরু হয়।
কুলাউড়া উপ-সহকারী প্রকৌশলী (রেলওয়ে) ইরফানুল হক রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইনচ্যুত বগি দুপুর ১২টার দিকে সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জালাাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার স্টেশন অতিক্রম করে মাইজগাঁও যাবার মাঝ পথে লাইনচূত্য হয়। এতে সারা দেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আড়াই ঘন্টা পর দুপুর ১২টায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।