সংবাদ ডেস্ক :: নগরীর লামাবাজারের সৈনিক ক্লাবে অভিযান চালিয়ে ২৩ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টা থেকে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের কোতোয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাচাই-বাছাইয়ের পর তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত; দীর্ঘদিন ধরে লামাবাজারের সৈনিক ক্লাবে সন্ধ্যার পর থেকে জুয়ার আসর বসানো হয় বলে অভিযোগ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদের নেতৃত্বে বুধবার রাতে সেখানে অভিযান চালায় একদল পুলিশ।