গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়নের মকবুল আহমদ আইডিয়াল একাডেমীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেনতা বৃদ্ধিমূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় ইউরোপিয় ইউনিয়ন ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (বøাস্ট)‘র মাঠ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ভাদেশ্বর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আলা উদ্দিনের নেতৃত্বে র্যালী বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে ভাদেশ্বর মোকাম বাজার প্রদক্ষিণ করে আবার একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশ নেন ভাদেশ্বর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্যা সামনুন্নাহার, রহিমা বেগম, মকবুল আহমদ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক মৌলা মিয়া, রুমেল আহমদ, সিদ্দিক, অমল চন্দ্র, সঞ্জিবন দেবনাথ, সাইফুল ইসলাম, রনদা প্রসাদ, ভাদেশ্বর ইউপি’র অতিরিক্ত সচিব নজরুল ইসলাম কাহেরসহ একাডেমীর শিক্ষার্থীরা। গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভায় সহযোগীতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা সমন্বয়কারী মো. বদিয়ার রহমান।
… [Trackback]
[…] Info on that Topic: dailyshongbad.com/2017/11/29/ভাদেশ্বর-আইডিয়াল-একাডেমী/ […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: dailyshongbad.com/2017/11/29/ভাদেশ্বর-আইডিয়াল-একাডেমী/ […]