গোলাপগঞ্জ প্রতিনিধি :: দৈনিক যুগভেরী পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি অনুপম চন্দ্র নাথ এর প্রবাস যাত্রা উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাত ৮ টায় গোলাপগঞ্জ পৌর সদরের এক অভিজাত রেস্টুরেন্টে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক সিলেট বাণী ও দৈনিক দি বাংলাদেশ টুডে গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক যুগভেরী পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করতে হয়। অল্প দিনে একজন নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে অনুপম নিজেকে প্রমান করতে পেরেছে।’ অনুষ্ঠানে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী, কোষাধ্যক্ষ ও দৈনিক সমকাল প্রতিনিধি রতন মনী চন্দ, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি আলমগীর হোসেন রুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক দেশপ্রান্ত প্রতিনিধি জালাল আহমদ চৌধুরী, সদস্য আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য দিনেশ দেব নাথ, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি মাহমুদুল হাসান বাচ্চু, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি সুলতান আবু নাসের। অনুষ্ঠানের শুরুতে দৈনিক যুগভেরী পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি অনুপম চন্দ্র নাথের হাতে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here