সংবাদ ডেস্ক :: বিশ্বের অন্যতম প্রভাবশালী ম্যাগাজিন প্রকাশনা সংস্থা টাইম ইনকর্পোরেটেড কিনে নিল মেরেডিথ কর্পোরেশন। ৩ বিলিয়ন বা ৩ শত কোটি ডলারে বিক্রির কথা থাকলেও শেষ পর্যন্ত এটির মুল্যমান দাঁড়িয়েছে ২ শত ৮০ কোটি ডলার। প্রকাশনা সংস্থাটি কিনতে মেরেডিথকে ৬৫০ মিলিয়ন ডলার দিয়েছে রক্ষণশীল হিসেবে বিখ্যাত কচ ভ্রাতৃদ্বয়।
.
রোববার মেরেডিথের কাছে টাইম ইনকর্পোরেটেড-এর সকল সম্পত্তি বিক্রি করে দেয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ২০১৮ সালের প্রথম কয়েক মাস লেগে যেতে পারে।
টাইম ইনকর্পোরেটেড একশোরও বেশি ম্যাগাজিন প্রকাশ করে থাকে। এর মধ্যে টাইম, ফরচুন, ও পিপ্‌ল ম্যাগাজিন অন্যতম।

২০১৩ সালে প্রথম মেরেডিথ টাইম ইনকর্পোরেটেড কেনার চেষ্টা করে। কিন্তু তখন প্রকাশনা সংস্থাটির প্রধান ম্যাগাজিনগুলোও কিনে নেয়ার প্রস্তাব করা হলে তারা পিছিয়ে যায়। এবছরের শুরুতে তারা আবার টাইম ইনকর্পোরেটেড কিনে নেয়ার চেষ্টা করলে টাকার অভাবে প্রক্রিয়াটি থমকে গেল।
২০১৪ সালে টাইম ওয়ার্নার থেকে আলাদা হয়ে যায় টাইম ইনকর্পোরেটেড। তখন থেকেই আর্থিক সঙ্কটের সম্মুখীন হয় টাইম। বহু কর্মচারী ছাঁটাই করার পরও বিনিয়োগ করা টাকা তুলে আনতে হিমশিম খাচ্ছিল প্রকাশনাটি।

মেরেডিথের কাছে বিক্রির সময় টাইমের প্রতি শেয়ারের মুল্য গড়ে ১৮.৫ ডলার ধরা হয়েছে।
ডিজিটাল মিডিয়া ও ইন্টারনেটের কারনে হুমকির মুখে পড়েছে এক সময়ের প্রতাপশালী প্রিন্ট মিডিয়া। টাইম ইনকর্পোরেটেড বিক্রি হয়ে যাওয়ায় একটি যুগের অবসান ঘটল বলে মন্তব্য করেছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here