সংবাদ ডেস্ক :: লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে ফের আইসিইউতে (ইন্টেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ এস এম মামুন জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেয়র আনিসুল হককে গতকাল আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আনিসুল হকের সুস্থতার জন্য ডিএনসিসি ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

 

গত ২৯ জুলাই নাতির জন্ম উপলক্ষে ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here