সংবাদ ডেস্ক :: অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি ডায়াবেটিস, কিডনী ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। ৮৩ বছর বয়সী প্রবীণ এই সাংবাদিক তিন সপ্তাহ যাবৎ মিডলসেক্সের নরউইক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
.
হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে কথা বলতে তার কষ্ট হচ্ছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিকেলে তাকে হাসপাতালে দেখতে যান প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাংবাদিক মতিয়ার চৌধুরী।
আব্দুল গাফফার চৌধুরীর তৃতীয় কন্যা বিনিতা চৌধুরী জানান, সংজ্ঞা হারানোর পর রোববার একবার তার বাবার এমআরআই করা হয়েছে, চিকিৎসকরা বলেছেন এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে হাসপাতালে ভিড় না করতে ও তার সাথে কথা না বলতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেনে। কথা বলতে তার প্রচুর কষ্ট হয়।
হাসপাতাল থেকে ফিরে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মুহাম্মদ শরীফ ও সাংবাদিক মতিয়ার মতিয়ার চৌধুরী আব্দুল গাফফার চৌধুরীর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here