আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আরেকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এ ধরণের  একটি রেডিও সিগন্যাল জাপান পেয়েছে বলে জানিয়েছে।

মঙ্গলবার জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জাপান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ধরণের সিগন্যাল অবশ্য অস্বাভাবিক নয় এবং স্যাটেলাইট থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মযজ্ঞের কোনো নতুন ছবিও পাওয়া যায়নি।

গত এপ্রিল থেকে কয়েক দিনের বিরতি দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উত্তর কোরিয়া। সেপ্টেম্বরে তাদের এ পরীক্ষা শেষ হয়।ওই সময় পরিচালিত একটি পরীক্ষায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপানের হোক্কাইডো দ্বীপের খুব কাছ দিয়ে উড়ে যায়।

জাপান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি বলেছে, ‘এটি নিরুপণের জন্য যথেষ্ট নয় (যদি শিগগিরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়)

জাপানি বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, গত সোমবার রেডিও সিগন্যাল পাওয়ার পর সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতে পারে। ওই প্রতিবেদনে অবশ্য আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনাবাহিনী শীতকালীন যে মহড়া শুরু করতে যাচ্ছে এটি তার সিগন্যালও হতে পারে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here