সংবাদ ডেস্ক :: যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক ‘লেবার নিউ কামার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ওয়েস্ট মিনিস্টারে প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের কাছ থেকে গত বুধবার তিনি ওই পুরস্কার গ্রহণ করেন। নিজেই এক টুইট বার্তায় এ তথ্য জানান তিনি।
.
টিউলিপ সিদ্দিক টুইট বার্তায় বলেন, গত রাতের প্যাচওয়ার্ক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি চমৎকার ছিল। ‘লেবার নিউ কামার অফ দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত।’
হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে তিনি ওই পুরস্কার নেন।
এ বছর দ্বিতীয়বারের মতো লেবার পার্টির টিকিটে হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক।
যুক্তরাজ্যের গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে সহায়তা করে থাকে দেশটির সংস্থা প্যাচওয়ার্ক ফাউন্ডেশন। সংস্থাটি প্রতিবছর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য রাজনীতিকদের পুরস্কৃত করে থাকে।
টিউলিপ ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। কলেজ অব লন্ডন থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
… [Trackback]
[…] Find More on on that Topic: dailyshongbad.com/2017/11/27/লেবার-নিউ-কামার-অব-দ্য-ইয়/ […]