সংবাদ ডেস্ক :: নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রাখার দাবিতে বিসিএস ক্যাডারভূক্ত শিক্ষকদের দুই দিনের আন্দোলনের অংশ হিসেবে সিলেটে দ্বিতীয় দিনের মতো আজ সোমবার কর্মবিতরতি পালন করেছেন শিক্ষকরা । আজও শিক্ষকরা কোন ক্লাস নেননি। অনুষ্ঠিত হয়নি অভ্যন্তরিন বা জাতীয় বিশ্ব বিদ্যালয়ের নির্ধারিত কোন পরীক্ষা। এসময়টাতে মোট ৪টি পরীক্ষা হওয়ার কথা ছিলো। তাদের দাবি না মানা হলে জানুয়ারিতে আবার ৩দিনের কর্মবিরতি পালনের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশিষ্টরা । এদিকে, দুই দিনের কর্মবিরতির কারণে পরীক্ষা না হওয়ায় এবং আগামীতে আন্দোলনের ঘোষনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে। আবারো তারা দীর্ঘ সেশনজটে পড়ার আশংকা করছেন।
সিলেট সরকারি মহিলা কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ জানান, আজ দুই দিনের কর্মসূচি শেষ হচ্ছে। এরপর ডিসেম্বরে কোন কর্মসূচি নেই। আবার জানুয়ারিতে ৩দিনের কর্মবিরতি পালন করা হবে।
এদিকে একাধিক শিক্ষার্থী জানান, গত দুদিনে তারা দুটি পরীক্ষা দিতে পারেননি। কবে হবে তাও জানানো হয়নি। এতে ৬ মাসের সেশন জটে পড়তে হতে পারে। আন্দোলনের কারণে তাদের জীবন থেকে অযথা ৬টি মাস হারিয়ে যাওয়ার আশংকা তাদের।
… [Trackback]
[…] Read More to that Topic: dailyshongbad.com/2017/11/27/ক্যাডারভূক্ত-শিক্ষকদের-ক/ […]