সংবাদ ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাস, অধ্যাপক ফয়সল আহমদ, অধ্যাপক এমএ রহিম, সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফ, প্রভাষক সারমিন মুক্তা, ফরিদা ইয়াসমিন, আল মাসুদ, সাইফুল ইসলাম, মনির আহমদ, আব্দুল কুদ্দুস, ইউনুছ চৌধুরী, জুলহাস মিয়া, সজল আচ্যার্য, সুকৃতি দেবনাথ, নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়াও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here