Sunday, September 24, 2023
Home নির্বাচিত সংবাদ বিয়ানীবাজারে যুবক খুনের ঘটনায় আটক ২

বিয়ানীবাজারে যুবক খুনের ঘটনায় আটক ২

296
1

বিয়ানীবাজার সংবাদদাতাঃ  বিয়ানীবাজার পৌর শহরে শনিবার ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় পাভেল ও আসাদ উদ্দিন নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের মোকাম মসজিদের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন স্থানীয় সুপাতলা গ্রামের হাজী সিরাজ উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (২২)।

গুরুতর আহত অবস্থায় তাকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পৌরশহরের দক্ষিণ বাজার অবরোধ করেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সি দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here