সংবাদ ডেস্ক :: আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের ৪৪ ক্রুর বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। কারণ সাবমেরিনটি যদি বাতাস ‘রিফ্রেশ’ করতে একবারের জন্যও পানির উপরে না এসে থাকে তবে শিগগিরই এর অক্সিজেনযুক্ত বাতাস শেষ হয়ে যাবে। গত ১৫ নভেম্বর সাবমেরিনটি নিখোঁজ হবার পর এখনো পর্যন্ত তার কোনো সংকেত পাওয়া যায়নি।

এটি যখন পানিতে ডুব দিয়েছিল তখন এতে যে বাতাস ছিল তা দিয়ে সর্বোচ্চ ১০ দিন শ্বাস-প্রশ্বাস চালানো সম্ভব। সেই হিসাবে ৯ দিন ইতিমধ্যে পার হয়ে গেছে। ফলে ক্রুদের স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা আর্জেন্টিনার মার দেল প্লাতা নৌ ঘাঁটিতে দিনরাত বসে অপেক্ষার প্রহর গুনছেন।
১৫ নভেম্বর সাউথ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় সাবমেরিনটি। কর্তৃপক্ষ সাবমেরিনের কিছু সংকেত পাওয়া গেছে বলে জানালেও সেগুলো ‘ফলস’ ছিল বলে পরে তারা নিশ্চিত হয়েছেন।
সাবমেরিনটি শুয়াইয়া নৌঘাঁটি থেকে তার নিয়মিত ঘাঁটি মার দেল প্লাতার উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথের মাঝেই হঠাৎ জাহাজটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নৌবাহিনীর পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল, সাবমেরিনটি কোনো ধরণের বৈদ্যুতিক ত্রুটির মুখে পড়েছে বলে যোগাযোগ করতে পারছে না। -বিবিসি

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here