সংবাদ ডেস্ক :: ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগর থানার সম্মুখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারি নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম অরুন গুন (৫২)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার ৬ যাত্রী।

তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তাজপুর ফায়ার সার্ভিসম্যান জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন- আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে অরুন গুন শুক্রবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার সামনে সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১২-৮৭৫০) ও একটি সিএনজি অটোরিকশা এবং শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী মাইক্রোবাস (সিলেট ছ-১১-৩১০৭) এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত পথচারী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভুদর পুর গ্রামের মৃত জিতেন্দ্র গুনের পুত্র অরুন গুন ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার মারা যান।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here