সংবাদ ডেস্ক :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়াচর বাজার থেকে সরকারিভাবে কৃষকদের জন্য দেয়া ৫০ বস্তা সার জব্দ করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সারগুলো জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালো বাজারে পাচারের উদ্দেশ্যে ট্রলার দিয়ে নদী পথে ওই ৫০ বস্তা সরকারি সার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর বাজারের ঘাটে নামানো হয়। পরে বাজারঘাট থেকে ট্রলি দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সময় সারগুলো স্থানীয়দের নজরে পড়ে। এত বস্তা সরকারি সার কে আনল, কোথা থেকে আনা হল; এই তথ্য জানতে চাইলে সার পাচারকারীরা কোনো জবাব না দিয়ে সরে পড়ে। বাজারের লোকজন তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানার ওসিকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে সন্ধ্যায় ওই সারগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
বিশ্বম্ভরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
… [Trackback]
[…] Read More Information here on that Topic: dailyshongbad.com/2017/11/23/বিশ্বম্ভরপুরে-৫০-বস্তা-স/ […]