সংবাদ ডেস্ক :: রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার লক্ষ্যে নেপিডোয় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আজ বুধবার শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই বৈঠকে রোহিঙ্গাদের ফেরাতে ঢাকা-নেপিডোর মধ্যে একটি চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে নেপিডোয় এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে অবিলম্বে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা।
নেপিডোয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২২-২৩ নভেম্বর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গা ফেরত প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত করতে চায়।
বৈঠকে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে। আর সেই চুক্তি অনুসারেই দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন হবে। মিয়ানমারের নেত্রী আউং সান সুচিও এই বৈঠকের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। এই বৈঠক থেকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি সমঝোতা হবে বলে তিনি প্রত্যাশা করেছেন।
… [Trackback]
[…] Read More Information here on that Topic: dailyshongbad.com/2017/11/22/নেপিডোয়-বাংলাদেশ-মিয়ানমা/ […]