সংবাদ ডেস্ক :: ঠিক তিন মাসের ব্যবধানে ত্রিপুরায় ফের সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুদীপ দত্ত ভৌমিক। ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে এই সাংবাদিকের। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ২০ কি.মি. দূরে খয়েরপুর ২ নম্বর ব্যাটেলিয়নের আর. কে নগরে সেকেন্ড ত্রিপুরা রাইফেলসের কম্যান্ডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুদীপ। কিন্তু সেখানে পৌঁছতেই সাংবাদিকের সঙ্গে কম্যান্ডেন্টের পিএসওর বচসা বেঁধে যায়। ওই উত্তেজক বাদানুবাদের মধ্যেই কম্যান্ডেন্টের পিএসও সুদীপকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপের। মৃত সাংবাদিকের দেহ পরে আগরতলায় নিয়ে আসা হয়। ঘটনায় অভিযুক্ত পিএসওকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া টিএসআর-এর এক কনস্টেবলকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ২০শে সেপ্টেম্বর দিন-রাত নামে সেখানকার এক স্থানীয় নিউজ চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিককে খবর সংগ্রহে গিয়ে একদল উন্মত্ত জনতা মেরে ফেলেছিল। সেবারের ঘটনাটি ঘটেছিল আগরতলা থেকে কিছুটা দূরে। ওই এলাকায় সেদিন সিপিআইএম এবং আইপিএফটি-র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়ে ছিল। সেই খবর সংগ্রহ করতে গিয়েই মৃত্যু হয়েছিল শান্তনুুর। এবার নিভে গেল আর এক সাংবাদিকের জীবন।