সংবাদ ডেস্ক :: বিপিএলের ২২তম ম্যাচে মিরপুরে সন্ধ্যা ছয়টায় মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট সিক্সার্স।

এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হল সিলেট ও রংপুর।

পয়েন্ট তালিকার সবার নিচে রংপুর রাইডার্স। ৪ ম্যাচে ৩ হারের স্বাদ এরই মধ্যে নিতে হয়েছে রংপুরকে। প্রথম ম্যাচ জয়ের পর এখনও কোনো ম্যাচ জিতেনি মাশরাফির দল। অন্যদিকে নাসিরের সিলেট ঘরের মাঠে তিন জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে। সিলেটে নিজেদের শেষ ম্যাচে হারের স্বাদ গ্রহণের পর ঢাকায় এখনও জয়ের মুখ দেখেনি সিলেট সিক্সার্স।

সিলেট দলে আজ প্রথমবারের মতো খেলছেন বাবর আজম। পাকিস্তানের এ ব্যাটসম্যান বাদে সিলেটের অন্যান্য বিদেশিরা হচ্ছেন আন্দ্রে ফ্লেচার, দানুশকা গুনাথিলাকা, টিম ব্রেসনান ও লিয়াম প্লাঙ্কেট। রংপুর রাইডার্স আজও গেইল ও ম্যাককালামকে নিয়ে নামছে। তাদের সঙ্গে রয়েছে রবি বোপারা, থিসারা পেরেরা ও কুশল পেরেরা।

দুই দলই নিজেদের শেষ তিন ম্যাচ হেরেছে। আজ কারা জয়ের ধারায় ফিরতে পারে সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here