সংবাদ ডেস্ক :: গত অর্থবছরে বিভাগ ও জেলা-উপজেলা পর্যায়ে ভিআইপিদের সফরে জ্বালানি বাবদ ৩৯ কোটি ৯৩ লাখ টাকা সরকারের ব্যয় হয়েছে। সোমবার সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ তথ্য জানান। তিনি বলেন, এর মধ্যে গ্যাস ও জ্বালানি খাতে ৬ কোটি ৪৮ লাখ টাকা, পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ৩২ কোটি টাকা, জলযানে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ১ কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।
এর আগে বিকাল সোয়া ৪ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
গত ১২ নভেম্বর দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। এ অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। এটা চলতি বছরে সংসদের শেষ অধিবেশন।
… [Trackback]
[…] Read More Information here on that Topic: dailyshongbad.com/2017/11/20/এক-বছরে-ভিআইপিদের-জ্বালা/ […]
… [Trackback]
[…] Find More to that Topic: dailyshongbad.com/2017/11/20/এক-বছরে-ভিআইপিদের-জ্বালা/ […]