সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ৮নং আশার কান্দি ইউনিয়নের মিটাভারাং গ্রামের কৃতি সন্তান, শেখ মোঃ মনির উল্লার ছেলে শেখ মোঃ লুৎফুর রহমান তিনি  শনিবার ঢাকায় মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি-মাপসাস এর ১৪তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বিকাল ৪ টায় ২/এ পুরানা পল্টন,বাংলাদেশ কমিউনিষ্ঠ পার্টি মুক্তি ভবন মৈত্রী হল মিলনায়তনে সমাজ সেবক, সংগঠক, শিক্ষানুরাগী, ,সাংবাদিকতা,ও মানবাধিকার কর্মী হিসাবে বিশেষ অবদান রাখায়,মহাত্নাগান্ধী গোল্ড মেডেল ২০১৭ গুনীজন সম্মাননায় ভূষিত হয়েছেন।মাপসাস এর
উদ্যোগে আয়োজিত সমাজের শান্তি ও মানবাধিকার প্রতিষ্টায় মহাত্নাগান্ধী জীবনাদর্শ শীর্ষক”আলোচনা সভা ও গুনীজন সম্মাননা ২০১৭ অনুষ্টানে  তাকে  গুনীজন সম্মাননা পদক দেওয়া হয়।এছারা সিলেটের আরো দু-জনে এ সম্মাননা পেয়েছেন তাহারা হলেন নগরীর নাইওর পুল এলাকার এস বি ফার্নিসার ও সুমন ব্রাদার্স এর সত্বাধীকারী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক সুমন আহমদ ও গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার দারা খান।এ অনষ্টানে মাপসাসের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও নিলিমা চৌধুরীর পরিচানায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রাইভেটাইজেশন কমিশন ‍‌‌‍‌‍‌ড. মির্জা জলিল।প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন ভানু লাল দাস ডি আইজি বাংলাদেশ পুলিশ.সিআইডি। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য বেগম হোসনে আরা বাবলী,আলহাজ আব্দুর রহমান.শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।,এম তৈয়াবুর রহমান বিশিষ্ট সমাজ সেবক,বীর মক্তিযোদ্ধা সাঈদুর রহমান সাঈদ যুগ্ন আহবায়ক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ,সম্মেলন প্রস্ততি কমিটি।,হাজী মীর সমীর কাউন্সিলর.৩৪ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উপদেষ্টা মাপসাস প্রমুখ।

1 COMMENT

  1. Simply desire to saay your rticle iis ass amazing.

    The clarityy to yojr pput uup iis simplyy nice and i caan assumke you aare aan expeert iin this subject.
    Fine togetheer with you permisxion allow me tto grab
    your RSS fered too tay up too date with approaching post.

    Thanks one million and plwase keep upp the enjoyable
    work.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here