সংবাদ ডেস্ক ::টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার ওসি কেএম মিজানুল হক মিজান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে প্রাইকেটকারটি দুমড়ে মুচড়ে তিনিসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাত বলেন, টাঙ্গাইল সদর হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে জরুরি ভাবে পাঠানো হয়েছে।
… [Trackback]
[…] Info on that Topic: dailyshongbad.com/2017/11/18/সড়ক-দুর্ঘটনায়-সংসদ-সদস্য/ […]