Tuesday, October 3, 2023
Home সিলেট খাদিমপাড়ায় টিলাকাটার দায়ে দুই লখ টাকা জরিমানা

খাদিমপাড়ায় টিলাকাটার দায়ে দুই লখ টাকা জরিমানা

370
1

সংবাদ ডেস্ক :: সিলেটের সদর উপজেলার খাদিমপাড়ার দলইপাড়ায় অবৈধভাবে টিলাকাটার অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ট্রাক্টরও জব্দ করা হয়। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা জানান, দুপুরে ট্রাক্টরসহ টিলাকাটায় জড়িত মখলিছুর রহমান মখলিছ নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘অবৈধভাবে টিলাকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই কাউকে ছাড় দেয়া হবে না।’

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here