চিটাগাং ভাইকিংসকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেল খুলনা টাইটানস।

আসরের ১৮তম ম্যাচে শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসকে ৫ উইকেটে হারিয়ে দেয় মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

এই অর্জন ঝুলিতে পুরেছে শান্ত-শফিউলরা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে চিটাগং। জবাবে ১০ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে খুলনা।

খুলনার পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেছেন রিলে রুশো। ৪টি চার, ১টি ছয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (অপরাজিত)। আর ২৪ বলে ৩৪ রান করেছেন আরিফুল হক। এছাড়া সর্বশেষ ব্যাটিংয়ে নেমে কার্লোস ব্রাথওয়েট ২ বলে ১ ছয়, ১ চার করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে চিটাগাং ভাইকিংসের লুক রনকি এবং শুরুতেই সাজঘরে ফিরে যান তিনি। পরে সৌম্য সরকার ও এনামুল হক জুটি স্কোরবোর্ডে ৯৫ রান যোগ করেন। ব্যক্তিগত ৩২ রান করে মাঠ ছাড়েন সৌম্য। এনামুল হক ৪৭ বলে ৫টি চার ৩টি ছয়ে ৬২ রান করে ফিরে যান।

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬০/৫ (লুক রনকি ৩, সৌম্য সরকার ৩২, এনামুল হক বিজয় ৬২, সিকান্দার রাজা ০, নাজিবুল্লাহ জাদরান ২৪, স্টিয়ান ব্যান জিল ২৩*, ক্রিস জর্ডান ১*; মাহমুদউল্লাহ ১/২২, আবু জায়েদ ৩/২৬)

খুলনা টাইটানস: ২০ ওভারে ১৬৪/৫ (মাইকেল ক্লিঙ্গার ১, ধীমান ঘোষ ৪, রিলে রুশো ৪৯, কার্লোস ব্রাথওয়েট ১০*, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮*, নাজমুল হোসেন শান্ত ৯  আরিফুল হক ৩৪; সানজামুল ১/৩৩, রাজা ১/২০, তাসকিন ১/৩৮, আল আমিন ১/১৪, তানবীর হায়দার ১/২৯)

ফল: খুলনা ৫ উইকেটে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here