সুনামগঞ্জ সংবাদদাতা :: কবি মমিনুল মউজদীন আলোকিত মানুষ ছিলেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে নন্দিত ছিলেন। অন্যদিকে ছিলেন রোমান্টিক ও মানবতাবাদী কবি। তাঁর হৃদয়ে যে দরদ ও ভালোবাসা ছিল, সেটিই মানুষের মাঝে তাঁকে বাঁচিয়ে রেখেছে।
মরমি কবি হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মউজদীনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বুধবার সকাল ১১টায় মমিনুল মউজদীন স্মৃতি সংসদ সুনামগঞ্জের উদ্যোগে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।রোববার শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৩৫ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রথম আলো বন্ধুসভার সভাপতির রাজু আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি আলী হায়দার, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ রাখাল চন্দ্র বসু, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংঙ্কজ কান্তি দে, প্রথম আলো প্রতিনিধি খলিল রহমান ও কৃষক নেতা আব্দুল কাইয়ূম। পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
… [Trackback]
[…] Info to that Topic: dailyshongbad.com/2017/11/15/মমিনুল-মউজদীনের-দশম-মৃত্/ […]