হবিগঞ্জ সংবাদদাতা : অস্বাস্থ্যকর পরিবেশ এবং পা দিয়ে মাখানো ময়দার খামিরে বিস্কুট তৈরির অপরাধে হবিগঞ্জের বাহুবল উপজেলার দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন এই অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অভিযানকালে বাংলা ফুডস বেকারিকে ১০ হাজার এবং গাউছিয়া বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।