মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিষপানে সুলতানা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুলতানা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে সুলতানা বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।