সংবাদ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে রোববার (১২ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পে ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে। এছাড়া ইরান সীমান্তজুড়ে আটটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পশ্চিমা গণমাধ্যম সিএনএন-এর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০০ জন। ইতোমধ্যে আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক সার্ভে জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৩। যদিও ইরাকি আবহাওয়াবিদদের দাবি, এটি ছিলো ৬ দশমিক ৫ মাত্রার।

ইরাকি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে ছিলো এ ভূমিকম্পের উৎপতছবি: সংগৃহীত ইরানের সরকারি টিভি চ্যানেলে জানানো হয়, দেশটির সীমান্তবর্তী কাসর-ই-শিরিন শহরে অনেকে আহত হয়েছেন।্তিস্থল।

ভূমিকম্প টের পেয়ে বাগদাদের বাসিন্দাদের অনেকে রাস্তায় নেমে আসেন। এছাড়া শহরটির বহুতল ভবনে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো ইরানে। সেসময় ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here