স্পোর্টস ডেস্ক :: রাশিয়ানদের উল্লাস শেষ পর্যন্ত আর থাকেনি। খেলা শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে সার্জিও আগুয়েরো তাদের জালে বল ঢুকিয়ে দেন। ম্যানচেস্টার সিটির এই রেকর্ড গোলদাতা মেসির সঙ্গেই আক্রমণটা শুরু করেছিরেন। শেষ পর্যন্ত দ্বিতীয়বারের প্রচেস্টায় হেডে গোল করতে সক্ষম হন তিনি। মস্কোতে বিশ্বকাপ আয়োজক রাশিয়া খেলতে নেমেছিল গত আসরের রানার্সআপ আর্জেন্টিনার বিপক্ষে। এটি নিছক একটি প্রীতি ম্যাচ হলেও কেউ তো তাতে হারতে চায় না।

খেলায় ৭০ ভাগ সময় বল আর্জেন্টাইনদের দখলে ছিল। ১৯ বার তারা রাশিয়ার গোল বরাবর শটও নিয়েছে। তারপরেও গোল পেতে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। গত জুনের পর এই প্রথম আর্জেন্টিনা পরপর দুই খেলায় জিতলো। গত মাসে তারা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ খেলায় ইকুয়েডরকে হারায় ৩-১ গোলে।

এদিকে, দ্বিতীয় প্রতি ম্যাচে মঙ্গলবার আফ্রিকার নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসি বাহিনী। তবে সেই খেলায় বিশ্রামে থাকবেন ফুটবলে জাদুকর মেসি।

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here